দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী তিন থেকে চারদিন সারাদেশেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ বুধবার বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে বলা হয়, এই সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
দেশবিদেশ /২৬ জুলাই ২০১৮/নেছার
Posted ৯:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh