দেশবিদেশ অনলাইন ডেস্ক | বুধবার, ২১ আগস্ট ২০১৯
চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ভোররাতে নগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
আটক তিন মাদক ব্যবসায়ী হলেন- মো. মনা (২২), হাসান খান (২৪) ও মো. শিহাব (৩২)। তাদের বাড়ি যথাত্রক্রমে ভোলা, নারায়ণগঞ্জ ও রংপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছেন, কক্সবাজার থেকে কাভার্ডভানে করে কৌশলে চট্টগ্রাম হয়ে ভোলায় নিয়ে যাওয়া হচ্ছিলো ইয়াবাগুলো। কিন্তু পথে ধরা পড়ে যান তারা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম নগরীর মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে হয়েছে বলেও জানান তিনি।
Posted ৮:৩১ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh