দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
মেঘনা নদীতে ধরা পড়া সোয়া ৩ কেজি ওজনের এই ইলিশ মাছটি সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে। ছবি: ইউএনবি
মেঘনা নদীতে ধরা পড়া সোয়া ৩ কেজি ওজনের এই ইলিশ মাছটি সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে। ছবি: ইউএনবি
চাঁদপুরে একটি ইলিশ মাছ সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে। চাঁদপুর সদরের মেঘনা নদীর পাশে বাংলাবাজারে আজ সোমবার মাছটি বিক্রি হয়।
রোববার রাতে মেঘনা নদীতে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ে। সোমবার বাংলাবাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। বাজারের মাছ ব্যবসায়ী হানিফ মিয়া মাছটি সাড়ে নয় হাজার টাকায় বিক্রি করেন।
চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ী মোজাফফর বেপারী জানান, সাম্প্রতিক বছরগুলোতে মেঘনা ও পদ্মায় জেলেদের জালে যেসব ইলিশ ধরা পড়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়।
Posted ১০:১০ অপরাহ্ণ | সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh