নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ মে ২০১৯
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরি সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে স্থান পেয়েছেন কক্সবাজার জেলার দুই সন্তান।
উল্লিখিত দুই জনের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মনোনীত হয়েছেন মহেশখালীর সাদুন মোস্তফা এবং ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন চকরিয়ার তাজউদ্দিন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজাউল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানি ঘোষিত কমিটিতেই তাঁদের স্থান দেয়া হলো। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাদুন মোস্তফা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সন্তান।
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh