দেশবিদেশ অনলাইন ডেস্ক | শনিবার, ২৪ আগস্ট ২০১৯
কক্সবাজার জেলায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুটির জিরির উত্তরকুল নামক এলাকায় চলাচলের রাস্তা না থাকায় লাশবাহী খাটঁ বহন করে নিয়ে যেতে হচ্ছে ধান ক্ষেত বেয়ে । তথ্য নিয়ে জানা যায়, ছোট মহেশখালী ইউনিয়নের পুটির জিরির ব্রীজ হইতে মাইজপাড়া পযর্ন্ত একটি চলাচলের রাস্তা ছিল , কিছু মানুষ রুপী অমানুষ চলাচলের রাস্তা কেটেঁ ধানক্ষেতের চাষী জমিতে পরিনত করেছে । অত্র এলাকায় প্রায় ১ হাজার জনবসতি লোকের বসবাস রয়েছে । বসবাসরত লোকেরা অমানবিক ভাবে জীবনযাপন করে আসছে । মৃত্যুবাহী লাশ, ঝুকিঁপূর্ন রোগী, বিবাহ অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ন যে কোন কাজ করতে পারচ্ছে না অত্র এলাকার মানুষ গুলো । উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা থেকেও না থাকার সমান, তারা নির্বাচন আসলে লোভনীয় প্রলোভন দিয়ে মুল্যবান ভোট আদায় করে নির্বাচিত হয়ে চেয়ারে বসে সব ভুলে যাই , সুযোগ পেলে অত্যাচার নির্যাতনের ষ্টীম রুলার চালায়। ২৩ আগষ্ঠ দিবাগত রাত অনুমান ৪টার দিকে মৃতু বরণ করেন পুটিরজিরি উত্তরকুল এলাকার মৃত শাহাব মিয়ার পুত্র মোহাম্মদ বকসু , তাকে কবরস্থানে দাফনের জন্য ২৪ আগষ্ঠ দুপুর ১টার সময় আনা হয়েছে ধানক্ষেত বেয়ে। সরেজমিনে গিয়ে দেখাগেছে , চলাচলের কোন রাস্তা না থাকায় লাশবাহী খাটঁ বহন করে আনা হয়েছে ধানক্ষেত বেয়ে। এ ব্যাপারে সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল মোস্তফা সিকদার কোম্পানী বাশিঁ জানান, এই এলাকায় পুর্বে একটি রাস্তা ছিল , অযোগ্য ও অদক্ষ নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় মানুষ রুপী কিছু অমানুষেরা রাস্তা বিলীন করে ধান ক্ষেত করেছে , সার্বিক চিন্তা করতঃ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা পুর্বের রাস্তাটি উদ্ধার করে বসবাসরত প্রায় ১হাজার জনগনের চলাচলের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। সমাজসেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম জানান, নির্বাচিত জনপ্রতিনিধিদের সদিচ্ছা না থাকায় পুটিরজিরির এলাকায় বসবাসরত লোকেরা এতকষ্ট পাচ্ছে , একটা লাশবাহী খাটঁ যদি ধানক্ষেতের উপর বেয়ে আনতে হয় এটা খুব দুঃখজনক বলে মনে করেন তিনি । তাই এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে একটি সড়ক নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন । সূত্র-নিউজভিশন ডটকম
Posted ১১:২৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh