দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮
জাপান ২-০ বেলজিয়াম। ৪ মিনিটে ২ গোল দিল জাপান।শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে গোল শুন্য ছিল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে গোল করে এগিয়ে যায় এশিয়ার পরাশক্তি জাপান। গোলটি করেন জাপানের মিডফিল্ডার হারাগুচি। আবার ৪ মিনিট পরে দলকে এগিয়ে নেন তাকাশি ইনুই।
আত্মবিশ্বাসী বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে মাঠে নেমেছে এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপান। ফর্মের তুঙ্গে রয়েছে বেলজিয়াম, প্রথম পর্বের ৩ ম্যাচেই জয় পায় তারা।
প্রতিপক্ষ জাপানের রয়েছে ভারসাম্যপূর্ণ দল। জাপান ১ জয় ১ ড্র ও ১ হারে চমক দেখিয়েই টিকিট কাটে দ্বিতীয় রাউন্ডের।
রোস্তভে অনুষ্ঠিত হচ্ছে খেলাটি বাংলাদেশ সময় রাত ১২ টায়। শেষ আটে নাম লেখাতে রেড ডেভিল খ্যাত বেলজিয়াম ৩-৪-২-১ এবং এশিয়ার পরাশক্তি সূর্য উদয়ের দেশ জাপান খেলছে ৪-২-৩-১ ফরমেশনে।
দেশবিদেশ / 03 জুলাই ২০১৮/নেছার
Posted ১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh