জহির সিদ্দিকী | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
বিজয়ের কথা, বীরত্বের গাঁথা
শুনেছি মা-বাবার মুখে,
যুদ্ধ করেছে, দগ্ধ হয়েছে
জয় এনেছে সাহস বুকে।
মুক্তি চেয়েছে, স্বাধীন হয়েছে
ভেঙ্গেছে সব পরাধীনতা,
বীরের বেশে, বিজয় হেসে
দিয়েছে মুক্তির বারতা।
মায়ের ভাষায়, বাংলা ভাষায়
বলছি আজ যত কথা,
স্বাধীন বলে, মনের বলে
করছি প্রকাশ যথা-তথা।
সবুজ এদেশ, প্রিয় স্বদেশ
গড়ি নব আবেশে,
নব প্রজন্ম, সকলে আমরা
শপথ নিই বিজয়ের মাসে।
মুক্তির ইতিহাস, বলি বারো মাস
গাহি বীরত্বের জয়গান,
সাহসী হয়ে, দেশের হয়ে
করব পরাশক্তির অবসান।
Posted ৮:১০ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh