টেকনাফ অফিস | রবিবার, ৩০ জুন ২০১৯
টেকনাফ বার্মিজ মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিক্রয়ের জন্য রাখা ৫শতাধিক দেশী-বিদেশেী চাকু জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার বার্মিজ মার্কেটসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব চাকু জব্দ করেন।
ওসি জানান, বিভিন্ন ষ্টোরে প্রকাশ্যে বিক্রি করা এসব ছুরি-চাকু দিয়েও নানা অপরাধ সংঘঠিত হচ্ছিল তাই অভিযান চালিয়ে ৫শতাধিক চাকু জব্দ করা হয়েছে। ভবিষ্যতে বিক্রি না করতে তাদেরকে সতর্ক করা হয়েছে।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh