দেশবিদেশ প্রতিবেদক | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
আটকরা হলেন, উখিয়া ২২নং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)।
এসপি তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে টেকনাফ চাকমারকুল ২১নং ক্যাম্পের বি/৩ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়কালে ২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের তল্লাশি করে একটি সচল ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।
Posted ৭:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh