টেকনাফ অফিস | রবিবার, ১০ জুন ২০১৮
টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবার পাচার থেমে নেই। অভিযানের মধ্যেও ইয়াবা কারবারীরা কৌশলে তাদের পাচার কাজ চালিয়ে যাচ্ছে। এমনি ভাবে পাচারের সময় শুক্রবার রাত ৮টার দিকে মেরিন ড্রাইভ সড়কের সাবরাং খুরের মুখ বিওপি চেকপোষ্টে দায়িত্বরত জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে ১টি পিকআপে তল্লাশী চালিয়ে ১৭ হাজার ৮শ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে।
এসময় পাচারে জড়িত চালক সহ পিকআপটি জব্দ করা হয়েছে। বিজিবি জওয়ানরা তল্লাশী চালিয়ে চালকের আসনের নীচে লুকানো অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করেন। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কণেল আছাদুদ জামান চৌধুরী শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করে জানান ইয়াবা ও পিকআপসহ ধৃত চালককে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধৃত চালক হচ্ছে কক্সবাজারের রামু খরুলিয়া বাজার এলাকার নজির আহমদের ছেলে মো. শাহাবুদ্দিন(২৭)। জব্দ ইয়াবা ও পিকআপের মূল্য প্রায় ৬৭ লাখ টাকা।
Posted ২:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১০ জুন ২০১৮
ajkerdeshbidesh.com | faroque