জাকারিয়া আলফাজ, টেকনাফ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
কক্সবাজারের টেকনাফ পৌরসভা প্রথম বারের মতো ইভিএম নির্বাচনে ৯ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইসলাম। এই নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো মেয়র হন। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির চাচা। তার প্রতিদ্বন্দ্বি (মোবাইলফোন) মো. ইসমাইল ভোট পেয়েছেন ১ হাজার ৪৮২।
রবিবার রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার ও টেকনাফ পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার এস এম শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.বেদারুল ইসলাম।
এর আগে এই পৌরসভায় আরও চার কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন ৩ নম্বর ওয়ার্ডে এহতেশামুল হক বাহাদুর, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ মনির, ৭ নম্বর ওয়ার্ডে এমপি বদির ছোটভাই মাওলানা মুজিবুর রহমান এবং ৮ নম্বর ওর্য়াডে মো. মনিরুজ্জামান।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh