রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
টেকনাফ উপকূলীয় বাহারছড়ার এক ব্যক্তির করোনা পজেটিভ এসেছে বলে খবর পাওয়া গেছে। সে বাহারছড়ার স্থানীয় মারিশবানিয়া এলাকার বাসিন্দা। মোঃ হোসেন(৫০) নামে এই ব্যক্তি কাচাঁ আম ব্যবসায়ী বলে জানান স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উল্লাহ ফয়েজ। তিনি আরো জানান গত এক সাপ্তাহ আগে আক্রান্ত ব্যক্তি কাঁচা আম নিয়ে নিজ এলাকা থেকে ঢাকা গিয়েছিল। সে ঢাকা থেকে আবার এলাকায় আসার পর এলাকার সবার সাথে মিশে গিয়েছিল। সর্বশেষ আমি তার অবস্থা একটু খারাপ দেখে টেকনাফ স্বাস্থ্য বিভাগকে অবগত করে তার করোনা টেষ্টের ব্যবস্থা করি। গত ১৮ এপ্রিল টেকনাফ সদর থেকে মেডিকেল টিম এসে তার রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। পরবর্তীতে ১৯ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেষ্টে তার পজেটিভ রির্পোট আসে বলে খবর পেয়েছি। আর উক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্রশীল বলেন উল্ল্যেখিত ব্যক্তির করোনা পজেটিভ এসেছে। এ ব্যাপারে পরবর্তীতে যতাযত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
ajkerdeshbidesh.com | ajker deshbidesh