বার্তা পরিবেশক | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯
ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারেও জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, ওষুধ ছিটানোর মাধ্যমে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন এবং কক্সবাজার পৌরসভা। প্রতিদিনের ধারাবাহিকতায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের প্রধান সড়কের লালদীঘির পাড়স্থ বঙ্গবন্ধু সড়ক হয়ে পৌর এলাকার অলিগলিতে প্রচারপত্র বিতরণ করেন মেয়র মুজিবুর রহমান। এতে জেলা প্রশাসনের পক্ষে র্যালীতে নেতৃত্ব দেন কক্সবাজারস্থ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) শ্রাবস্তী রায়। তিনি প্রচারপত্র বিতরণের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রমেও অংশ নেন।
এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সহ-সভাপতি হাজী এনামুল হক, পৌর আওয়ামী লীগ নেতা আসিফ উল মওলা, মেয়র পিএ রূপনাথ চৌধুরী, ৩নং ওয়ার্ড মধ্যম সমাজ কমিটির সদস্য সচিব নাছির উদ্দিন, সহ-সভাপতি মনসুরুল হক, ফরিদ আহমদ, জাফর আলম রিটু, মো. ফয়সল হুদা, বঙ্গবন্ধু সড়ক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন, সহ-সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক ইউনুস, ফরমান, ইলিয়াছ, হারুনর রশিদ, জুনু সওদাগর ও জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে চলমান মশক নিধন কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের প্রধান সড়ক, উপ-সড়কসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে।
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh