নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ জুন ২০১৯
‘আসুন বায়ুদূষণ রোধ করি’ প্রতিপাদ্যের আলোকে গতকাল ২০ জুন কক্সবাজারে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ইটভাটা, তামাক চাষ, ময়লা আবর্জনা পুড়ানো, রাস্তায় রাস্তায় ময়লা আবর্জনা, রোহিঙ্গা ক্যাম্পের কারনে কক্সবাজারে বায়ু দূষণের প্রভাব বেশি। এছাড়া পাহাড় কাটা, গাছ কাটা, কলা বিদ্যুৎ স্থাপন, নদী ভরাট, সমুদ্র সৈকত দখল, জীববৈচিত্য ধ্বংস, প্যারাবন কাটাসহ নানাকারনে দেশে সবচেয়ে বেশি পরিবেশ ঝুঁকির মধ্যে রয়েছে কক্সবাজার। এ অবস্থা থেকে রেহায় পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ পরিবেশবাদীদের সমন্বয়ে কাজ করতে হবে।
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। এতে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা মাসুদ কুতুবী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু, পরিবেশ সংগঠক মো: ইলিয়াছ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক কামরূল হাসান। উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিকবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh