দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
শেষ ষোলতে নাম লেখালো কলম্বিয়া ও এশিয়ার পরাশক্তি জাপান। কলম্বিয়া দুই জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা। আবার জাপান এক জয় ও এক ম্যাচ ড্রতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে সেনেগালেরও এক জয় ও এক ম্যাচ ড্রতে ছিল সমান চার পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থেকে বাড়ির পথে তারা। শেষ ম্যাচ জিতে শুন্য হাতে ফিরতে হল না পোল্যান্ডকে।
আজ জাপানকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
জাপান-পোল্যান্ড ও সেনেগাল-কলম্বিয়া গ্রুপ ‘এইচ’র গুরত্বপূর্ণ এই দুই ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় রাত ৮টায়।
জাপান ০ – ১ পোল্যান্ড
ভোলগোগ্রাদে মুখোমুখি হয় এশিয়ার পরাশক্তি জাপান ও পোল্যান্ড। গোল শুন্য প্রথমার্ধের পর ৫৯ মিনিটে ডিফেন্ডার জ্যান বেডনারেকের গোলে এগিয়ে যায় পোল্যান্ড। পরাজয় বরণ করলেও আনন্দিত জাপান দ্বিতীয় রাউন্ডে পা রেখে আর জিতেও বাড়ি ফিরতে হল পোল্যান্ডকে।
সেনেগাল ০ – ১ কলম্বিয়া
সামারায় মুখোমুখি হয় সেনেগাল ও কলম্বিয়া। শেষ ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে নক আউটে লড়বে কলম্বিয়া। কোন দল গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধে খালি হাতে ফিরতে হয় দু’দলকে। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন রক্ষণভাগের খোলোয়াড় ইয়েরি মিনা। খেলার এই একমাত্র গোলই হয়ে গেল তাদের ভাগ্যদেবীর আর্শীবাদ।দেশবিদেশ/ ২৮ জুন ২০১৮/ নেছার
Posted ১০:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh