| রবিবার, ০৫ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার ইয়াবা ব্যবসায়ী সৈয়দ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫ এর সদস্যরা। ছৈয়দ আলম পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম কুতুবদিয়া পাড়াস্থ নাজিরারটেক এলাকার মৃত ফজল করিমের ছেলে।
শনিবার (৪ জুন) দুপুরে সমিতি পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬২, জিআর নং-১০১২/১৯, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারা মূলে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব- ১৫ এর সহকারি পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানান- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সমিতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী মো. ছৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আ দে বি/ সাই.
Posted ১:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জুন ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh