দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ১০ জুন ২০১৮
বিনোদন ডেস্ক:
খেলার মাঠে তার সরমাগম বেশি। সম্প্রতি এই উদ্ভট পরিকল্পনা করেছেন তিনি। যেই নামে তার এত পরিচিতি সেই নাম পাল্টাতে চাচ্ছেন প্রীতি। এখন থেকে নিজের নাম এবং পদবির মাঝে ‘জি’বর্ণ ব্যবহার করবেন প্রীতি। মানে তার নাম হবে প্রীতি ‘জি’ জিনতা। কিন্তু কেন হুট করে এ সিদ্ধান্ত নিলেন-তা খোলাসা করেননি ‘বীরজারাখ্যাত’ অভিনেত্রী।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিতি জিনতা। বর্তমানে অভিনয়ে কম দেখা গেলেও আইপিএল এলে
প্রীতি যে নাম পরিবর্তন করছেন তা জানা গেছে সোশ্যাল মিডিয়া মারফত। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, বিয়ের পর আমি ঠিক করি আমার স্বামীর নাম থেকে ‘জি’অক্ষরটা নেব। একটা ‘জি’ আমার জন্য যথেষ্ট।
উল্লেখ্য, প্রীতির স্বামীর নাম ‘জেনে গুডএনাফ’।
সদ্যই বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কয়েকদিন আগে দিল্লির ব্যবসায়ী আনন্দ কে আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। এরপর থেকে নিজের নাম এবং পদবীর মধ্যে ‘কে’বর্ণ ব্যবহার করছেন অনিলকন্যা।
সিনে বিশ্লেষকদের মন্তব্য, তা হলে কী সোনমকে দেখেই অনুপ্রাণিত হলেন প্রীতি?
Posted ৯:৪০ অপরাহ্ণ | রবিবার, ১০ জুন ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh