তারেকুর রহমান | রবিবার, ১৫ মে ২০২২
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়া সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২দিন ধরে নিঁখোজ ছিল জহির। রোববার (১৫ মে) দুপুরে মহেশখালী চ্যানেলের শাপলাপুর ঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ভাই জমির মরদেহটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।
শুক্রবার দুপুরে ৫ বন্ধু কক্সবাজার ভ্রমণে গিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এসময় নিখোঁজ হন জহির। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানোর পর তারা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। অবশেষে ২দিন পর আজ রোববার মহেশখালী থেকে তার মরদেহটি খুঁজে পায় তারা।
ওসি আব্দুল হাই বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকলে তাদেরকে মরদেহ হস্তান্তর করা হবে অন্যথায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
Posted ৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৫ মে ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh