শহীদুল্লাহ্ কায়সার | সোমবার, ০৩ জুন ২০১৯
৬৫ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় বঙ্গোপসাগরে মাছ আহরণ করার দায়ে ৬টি ট্রলার জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাছ। গতকাল রাত ৯ টার দিকে বঙ্গোপসাগর থেকে কোস্টগার্ডের সদস্যরা এসব মাছ ধরার ট্রলার জব্দ করেস। ট্রলারগুলোর মালিক পটুয়াখালীর বলে জানা গেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গতকাল রাতে এই বিষয়ে জানার জন্য জেলা মৎস্য কর্মকর্তা এস.এম খালেকুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ট্রলার জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে, বিস্তারিত কিছুই জানিনা।
Posted ১২:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh