নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কায়সারুল হক জুয়েল পৌরসভার
১ ও ২নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন। দল মত নির্বিশেষে ভোট চাইতে গিয়ে হাজারো জনতার ভালবাসায় সিক্ত হন তিনি। এ সময় তিনি সকলের কাছে শেখ হাসিনার মনোনিত প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট ভিক্ষা করেন এবং জয়ী হয়ে সেবা করার সুযোগ চান তিনি। তিনি পথ সভায় আরো বলেন, আমার বাবা আজীবন আপনাদের সেবা করে গেছেন। আমিও আপনাদের সেবা করার মানসিকতা নিয়ে প্রার্থী হয়েছি।
এসময় তিনি নেতা-কর্মীদের নিয়ে ১নং ওয়ার্ডের আন-সমিতিপাড়া, সমিতিপাড়া, মোস্তাকপাড়া, কুতুবদিয়া পাড়া, বন্দরপাড়া, ফদনার ডেইল পাড়ায় এবং ২নং ওয়ার্ডের নুনিয়াছড়া, পানির কুয়াপাড়া, শিল্প এলাকা, ফিসারীপাড়া, মধ্যম নুনিয়াছড়া, নতুন ফিসারীপাড়া, ৬নং এলাকায়
গণসংযোগ করেন।
এসময় প্রার্থীর সাথে ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী, যুগ্ম-সম্পাদক আবদুর রহমান,শহরের মো.শাহাদত হোছাইন, মো.আলী ছোটন, মোস্তাক আহমদ, আবদুল জব্বার, মো.হানিফ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ, সহ-সভাপতি খালেদ বিন জাহেদ, শাহাদত হোসেন মুন্না, ওয়ার্ড সভাপতি রুবেল,সম্পাদক জয়নাল আবেদিন এবং ২নং ওয়ার্ড এলাকায় প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি,২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান,যুব মহিলা লীগের নেত্রী সুফিয়া খানম, হোসনে আরা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল আজাদ, সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh