| রবিবার, ১৯ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে সারাদেশের ন্যায় কক্সবাজারেও রয়েছে নানা আয়োজন।
রোববার (১৯ জুন) দুপুরের দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বহুল আলোচিত অন্যতম মেগাপ্রকল্প হিসেবে দেশের অর্থায়নেই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। ২৫ জুন উদ্বোধনের দিনটি আমাদের স্মরণীয় করে রাখা দরকার। তাই কক্সবাজারে ঝাঁকজমকভাবে দিবসটি উদযাপন করা হবে।
এ উপলক্ষে ওইদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক।
আ দে বি/ সাই.
Posted ৪:২২ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh