দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ মে ২০১৯
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার পাঁচ দিন আগে প্রার্থীরা ডাউনলোড করতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলছে, অধিদপ্তরের admit.dpe.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্র ডাউনলোডের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে প্রার্থীদের আবেদনের সময় দেওয়া মোবাইলে পাঠানো হবে।
প্রবেশপত্র ডাউনলোডে সহায়তার জন্য ০১৩০৫৭০৩৮৬৫ ও ০১৩০৫৭০৩৮৭১ নম্বরে ফোন করা যাবে।
পরীক্ষার ৫ দিন আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের জন্য এসএমএস না পেলে বা প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে হেল্পলাইনে ফোন বা এসএমএস করার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বাংলাদেশের ৬১টি জেলায় এবার চার ধাপে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন পরীক্ষা হবে।
পরীক্ষার তারিখ নিশ্চিতভাবে জেনে হেল্পলাইনে ফোন করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার ২৪ লাখ এক হাজার ৯১৯ জন প্রার্থী ১৩ হাজার পদের বিপরীতে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন।
প্রশ্ন ফাঁস ঠেকাতে গত কয়েক বছর ধরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরীক্ষার দিন সকালে ডিজিটাল পদ্ধতিতে ছাপিয়ে কয়েক ধাপে পরীক্ষা নেওয়া হচ্ছে।
বর্তমানে দেশের ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ২২ হাজার ৭৬৬ জন শিক্ষক কর্মরত আছেন।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh