বার্তা পরিবেশক | শনিবার, ২৮ জুলাই ২০১৮
ভারী বর্ষনে পাহাড় ধ্বসে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার বাঁচামিয়ার ঘোনা ও রামুর দক্ষিণ মিঠাছড়ির পানের ছড়ায় নিহত ৫ শিশুর পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে এনজিও সংস্থা কোস্ট ট্রাস্ট। গতকাল নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পাহাড় ধ্বসে গত ২৫ জুলাই গভীর রাতে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার বাঁচামিয়ার ঘোনায় মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের ৪ শিশু সন্তান মর্জিয়া আক্তার (১৫), কাফিয়া আক্তার (১০), আব্দুল হাই (৮) ও খায়রুন নেছা (৬) এবং রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় জাগির হোসেনের পুত্র মোরশেদ আলম (৬) নিহত হয়। কোস্ট ট্রাস্ট রুমালিয়ার ছড়ার বাঁচামিয়ার ঘোনার জামাল হোসেনের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা এবং রামুর দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ার জাগির হোসেনের পরিবারকে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কোস্ট ট্রাস্ট এর আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো: আলম, প্রকল্প কর্মকর্তা মো: রেজাউল করিম, শাখা ব্যবস্থাপক আবু ছালেক, নুর মোহাম্মদ ও মো: আলী, স্থানীয়দের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক রমজান আলী, মো: রফিক ও বিশিষ্ট রাজনীতিবিদ মো: শাহ আলম। সামাজিক বিভিন্ন কাজে সহায়তা সহ পাহাড়ে বসবাসরত জনগোষ্টিকে নিরাপদে সরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে একযোগে কাজ করে যাচ্ছে কোস্ট ট্রাস্ট।
দেশবিদেশ /২৮ জুলাই ২০১৮/নেছার
Posted ৫:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুলাই ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh