| শুক্রবার, ১০ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক:
মোর্শেদ বলি নামে এক যুবককে প্রকাশ্যে হত্যা ঘটনার রেশ কাটতে না কাটতেই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে আবারও খুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ জুন) ভোর ৪ টার দিকে পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে মিনি টমটম চালক এক তরুণকে ছুরিকাঘাতে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রমজান আলী (২৩) পিএমখালী’র জুমছড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি মিনি টমটম চালক।
নিহত রমজান আলীর স্ত্রী আমিনা খাতুন জানান, ভোররাত সাড়ে ৩ টার দিকে রমজানের মোবাইলে তার বন্ধু মাইজপাড়া এলাকার টমটম চালক আজিম ফোন দেন। এসময় একটি রিজার্ভ ভাড়া পেয়েছেন দাবী করে আজিম তাকে বাড়ি থেকে বের হয়ে জুমছড়ি চেরাংঘাটা বাজারে যেতে বলেন। মোবাইলে কথোপকথনের পরেই রিজার্ভ ভাড়ার আশায় গাড়ি নিয়ে রমজান বাড়ি থেকে বের হন। সকালে আমিনা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার স্বামীকে কে বা কারা ছুরিকাঘাত করেছে।
আ দে বি/ সাই.
Posted ১০:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জুন ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh