নিজস্ব প্রতিবেদক | ১৫ নভেম্বর ২০১৯ | ১২:২৯ পূর্বাহ্ণ
পেঁয়াজের বাজারে আবারো আগুন। কিছুতেই সেই আগুন নেভানো যাচ্ছে না। গতকাল আগুনের ফুলকি যেন আরো বেড়ে গেলো। ১৮০ টাকায় উঠে গেলো পেঁয়াজের দাম। গতকাল রাতে শহরের এক মুদি দোকানে গিয়ে এই চিত্র পাওয়া গেলো।
প্রতি কেজি ১৮০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজও ভালো মানের নয়। ছোট সাইজের এসব পেঁয়াজ ইতঃপূর্বে সরকারের কর সুবিধার আওতায় মায়ানমার থেকে আমদানি করা হয়েছিলো। সাধারণ ক্রেতারা বাধ্য হয়েই নি¤œমানের এসব পেঁয়াজ কিনছেন। কি কারণে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেলো। এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
এ দিকে, পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে আদার দাম। গতকাল কক্সবাজার শহরের মুদি দোকানগুলোতে এক কেজি আদা বিক্রি হয়েছে ১৮০ টাকায়। কয়েকদিন আগেও যা প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হতো।