দেশবিদেশ প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
কক্সবাজারে পেকুয়া থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারী কক্সবাজার পৌরসভার খাজামঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে মোহছেনা আক্তার বলে জানা যায়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পেকুয়ার নুইন্না-মুইন্না ব্রীজ এলাকার বিলের ধারে যাতায়াতের ছোট পথে বোরকা পড়া এক নারীকে মাটিতে পড়া অবস্থায় দেখা যায়। স্থানীয়রা কাছে গিয়ে দেখে মরদেহ মাটিতে পড়ে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার হলে মরদেহ কক্সবাজার পৌরসভার খাজামঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে মোহছেনা আক্তারের মরদেহ বলে শনাক্ত করেন তার আত্মীয়-স্বজন। পরে স্থানীয়রা পেকুয়া থানা পুলিশকে খবর দেয়।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পেকুয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh