পেকুয়া প্রতিনিধি | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
যৌতুক দাবিদার স্বামী ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হওয়া গৃহবধু হুরে জান্নাত হত্যাকাণ্ডে পেকুয়া থানায় স্বামী রিফাত সহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
হুরে জন্নাতের পিতা সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা মছিন্যাকাটা এলাকার আবুবক্কর বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, নিহতের স্বামী হৃদয় ওরফে রিফাত, শ্বশুর নেজাম উদ্দিন, ননদ আজমিরা বেগম ও হৃদয়ের আগের স্ত্রী মরিয়ম জন্নাত।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, দেড় বছর আগে হুরে জান্নাতের বিয়ে হয়। পাঁচ মাস বয়সী কন্যা সন্তান আছে তার। বিয়ের পর থেকে স্বামী রিফাত যৌতুকের জন্য হুরি জান্নাতকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। এনিয়ে কয়েকবার মেয়ের শ্বাশুরবাড়িতে স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়েছে। নিহতের বাবা বলেন, হৃদয়, শ্বাশুর, ননদ ও হৃদয়ের পুর্বের স্ত্রী মিলে নিষ্টুরভাবে পিটিয়ে হত্যা করে। আমি যথেষ্ট চেষ্টা করার পরও তাদের চাহিদা মতো যৌতুক দিতে না পারায় আমার মেয়েকে নির্যাতন বন্ধ রাখেনি।
১৪ জানুয়ারী দুপুরে উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া ষাটদুনিয়া পাড়া এলাকায় হুরে জান্নাত (১৮)কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাড়িতে রেখে পালিয়ে শ্বাশুর বাড়ির পরিবারের লোকজন।
অভিযুক্তদের মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh