দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশে প্রথমবারে মতো বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মুনজারিন অবনী।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই হাজারের বেশি নারীর মধ্যে সেরা দশ প্রতিযোগী নিয়ে শনিবার রাতে গুলশান ক্লাবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সকলকে পেছনে ফেলে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতার মুকুট মাথায় তোলেন অবনী।
এতে প্রথম রানারআপ হয়েছেন রাবেয়া সুলতানা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাটি সিদ্দিকী।
চ্যাম্পিয়ন হওয়া অবনী আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশবিদেশ/নেছার
Posted ৯:১৭ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh