বার্তা পরিবেশক | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় ভিত্তিক দেশ গড়ার কারিগর। তিনি চেয়েছিলেন সমাজ চলবে সমবায় নয়মানুসারে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা চেয়েছিলেন সমবায় ধ্বংস করতে। দীর্ঘ ২১ বছর দেশ ছিল সেই ঘাতক দুসরদের দখলে। যার জন্য দেশ পিছিয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পথ অতিক্রমের পর দেশের হাল ধরেছে। তার সুদক্ষ নেতৃত্বে মাত্র ১২ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব এখন অবাক এই দেশের দ্রুত অগ্রগতি দেখে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিঃ আয়োজিত হ্যা-লুম উইভার্স ডেভেলপমেন্ট প্রজেক্টর’র সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিঃ এর চেয়ারম্যান ও বাংলাদেশ তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দেশ গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সাবেক সচিব মোঃ হুমায়ুন খালিদ, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম ও যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী পতœী তন্দ্রা ভট্টাচার্য্য।
এসময় চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ন নিবন্ধক আশীষ কুমার বড়–য়া, নারায়গঞ্জ আড়াই হাজার ক্ষুদ্র-মাঝারী কুটির শিল্প শ্রমজীবি সমবায় শিল্প সমিতির সভাপতি আকলিমা বেগম, মানিকগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প উৎপাদনমূখী সমবায় সমিতির সভাপতি তানভীর আশরাফী, শরীয়তপুর ক্ষুদ্র ও কুটির শিল্প উৎপাদনমূখী সমবায় সমিতির মোঃ আল-আমীন হাওলাদার প্রমূখ। সেমিনারে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র, কুটির ও সমবায় শিল্প সমিতির সমবায়ী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh