বার্তা পরিবেশক | রবিবার, ২১ অক্টোবর ২০১৮
প্রাবরণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান কক্সবাজারের বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ। পাশাপাশি এটি বাস্তবায়নে ও বিতরণে সহযোগীতার জন্য জেলা প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ ছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এবার প্রথমবারের মত জেলা প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসক মো: কামাল হোসেনকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।
শনিবার রাতে হিলডাউন সার্কিট হাউজে প্রাবরণা পূর্ণিমা উপলক্ষে জেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময়কালে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ তাদের এই অনুভূতিগুলো ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। প্রবারণা পূর্ণিমাও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে, এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদেরকে কোন প্রকার প্রশ্রয় দেয়া হবে না।
এ ছাড়া জেলা প্রশাসক মো: কামাল হোসেন প্রাবরণা উপলক্ষে কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার যথাযথ বিতরণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এ থিন রাখাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়–য়া. হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের জেলা সভাপতি এডভোকেট দীপংকর বড়–য়া পিন্টু,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বৌদ্ধ সমিতির সভাপতি রবীন্দ্র বিজয় বড়–য়াসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো: মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো: মাসুদুর রহমান মোল্লা,জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, জেলা বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ১২:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ অক্টোবর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh