দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
সমুদ্রবন্দরের সতর্কবার্তা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আছেন ২৭ জন জেলে। গতকাল রোববার মধ্যরাতে বাংলাদেশের কাছে হাঁড়িভাঙ্গা চরের কাছে চারটি ট্রলার উল্টে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, ভারতের আবহওয়া অধিদপ্তর থেকে একাধিক সতর্কতা দেখানো হলেও চারটি ট্রলার নিয়ে ৬১ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। পরে উত্তাল সমুদ্রে ঝড়ের মুখে ট্রলারগুলো ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে।
কাকদ্বীপ ফিসারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন,‘১ জুলাই থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ। তবুও অনেকদিন ধরেই বসে আছেন আমাদের জেলেরা। সে কারণে কিছু ট্রলার এদিন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। সেই সময় পশ্চিমে প্রবল ঝড়ো হাওয়ার জন্য ট্রলারগুলো বাংলাদেশের দিকে চলে যায়। চারটি ট্রলারে মোট ৬১ জন জেলে ছিলেন।’
তিনি আরও বলেন, ‘খারাপ আবহাওয়া বুঝতে পেরে উপকূলের দিকে আসার সময় বাংলাদেশের কাছে হাঁড়িভাঙ্গা চরের কাছে ধাক্কায় চারটি ট্রলার ডুবে যায়। তার মধ্যে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ২৭ জন নিখোঁজ।’
Posted ১০:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh