দেশবিদেশ প্রতিবেদক | সোমবার, ২৮ জুন ২০২১
বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় ইশরার হাসনাইন (১৭) নামের এক স্কুলছাত্র। সে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। লাইফগার্ডের কর্মী নুরুল ইসলাম বলেন, জোয়ারের ধাক্কায় এক সহপাঠী ভেসে যাচ্ছিল। তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয় ইশরার হাসনাইন। সে শহরের বাজারঘাটা এলাকার আমান উল্লাহর ছেলে। ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় স্থানীয় সি সেফ লাইফগার্ড কর্মীরা বিকাল ৪ টা পর্যন্ত তল্লাশি চালিয়েও ইশরারের সন্ধান পাননি। এ খবরের সত্যতা নিশ্চিত করে সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সি সেফ লাইফগার্ডের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, বেলা ১১টা পর থেকে সাগরেতল্লাশি অভিযান বন্ধ রাখা হয়েছে। সাগরে ভাটা শুরু হলে পানি কমে যাবে, তখন আবার তল্লাশি চালানো হবে। ইশরারের সাথে থাকা বন্ধু মোমেন শাহরিয়ার সিয়াম বলেন, সকাল আটটার দিকে ইশরার হাসনাইন সহ ১২ জন বন্ধুসহ সৈকতের শৈবাল পয়েন্টের কবিতা চত্বর এলাকায় গোসলে নামে। এ সময় ঢেউয়ের ধাক্কায় একজন সহপাঠী ভেসে গেলে তাকে উদ্ধার করতে নামে ইশরার। তখন স্রোতের টানে ইশরার নিখোঁজ হয়। লাইফগার্ডের কর্মীরা সাগরে নেমে একজনকে উদ্ধার করলেও ইশরার নিখোঁজ রয়েছে। ইশরার সমুদ্রের গুপ্ত খালে আটকা পড়তে পারে বলে তাঁদের ধারণা। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের তৎপরতা চলছে। সমুদ্র উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh