দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ১২ আগস্ট ২০১৮
বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। রোববার সচিবালয়ে সৌদি আরবের ডেপুটি কনসুলার সায়িদ আল গাহতানি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ খেজুর হস্তান্তর করেন।
বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মতবিনিময়কালে সৌদি দূতাবাসের কর্মকর্তারা জানান, প্রতিবছর রোজা শুরুর আগে সৌদি সরকার বাংলাদেশকে উপহার হিসেবে খেজুর দিয়ে থাকে। এ বছর দেশটির অভ্যন্তরীণ কারণে মুসলিম দেশগুলোয় খেজুর পাঠানোতে দেরি হয়েছে। ভবিষ্যতে আরো আগেই খেজুর পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ত্রাণ) জাকির হোসেন আকন্দ জানিয়েছেন, প্রাপ্ত খেজুর দুস্থ ও গরিব মানুষের জন্য উপজেলা পর্যায়ে পাঠানো হবে।
দেশবিদেশ /১২ আগস্ট ২০১৮/নেছার
Posted ১১:০৬ অপরাহ্ণ | রবিবার, ১২ আগস্ট ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh