দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ০৭ জুলাই ২০১৯
বঙ্গোপসাগরে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ৩২টি ট্রলারসহ ৫১৯ জেলেকে আটক করেছে পায়রা বন্দর কোস্টগার্ড।
রবিবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের মৌডুবি পয়েন্টে থেকে তাদের আটক কর হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের কোস্টগার্ড স্টেশনের কাছ দিয়ে সারিবদ্ধভাবে ৩২টি ট্রলার নিয়ে ৫১৯ জেলে সাগরের দিকে যাচ্ছিল। বাংলাদেশে অনুপ্রবেশ করায় এ সময় কোস্টগার্ড সদস্যরা মৌডুবি এলাকা থেকে এদের আটক করে। ট্রলারে অল্প কিছু ইলিশ মাছসহ সাগরের মাছ পাওয়া গেছে। তবে অবৈধ কোন কিছু পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, জেলেরা ভারতের পশ্চিবঙ্গের অধিবাসী এবং সকলেই বাংলা ভাষায় কথা বলেন। জেলেরা বর্তমানে কোস্টগার্ডের নিরাপত্তা হেফাজতে রয়েছে। কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনকে জানাবেন।
ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে দিক ভুলে ট্রলারগুলো নিয়ে জেলেরা বাংলাদেশের উপকূলে ঢুকে পড়ে।
Posted ১০:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh