দেশবিদেশ প্রতিবেদক | শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
কক্সবাজারের রামু লম্বরীপাড়ায় বাকঁখালী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। এদিন সকাল ১০ থেকে নিঁখোজ ছিল তারা।
নিহত তাসফিয়া নূর জোহরা(০৯) ও জান্নাতুল মাওয়া (০৫) ফতেখাঁরকুল ইউনিয়নের খোন্দকার পাড়ার বাসিন্দা আব্দুল করিমের মেয়ে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ারুল বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে ৫ জন নদীর কাছে গেলে পানিতে পাড়ে যায়। সেখান থেকে ৩ জনকে উদ্ধার করা গেলেও ২ জন নিঁখোজ ছিল। পরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওওয়ার পথে মারা যায়।
নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য যে, আব্দুল করিমের সংসারে দুই মেয়ে সন্তান ছাড়া আর কোন সন্তান নেই।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/তারেক/আদেবি
Posted ৪:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh