দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ০৭ জুলাই ২০১৯
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আসছেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গল ও বুধবার ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি এক অনুষ্ঠানে বান কি মুনের বাংলাদেশে আসার তথ্য জানিয়েছিলেন। বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকা সফর করেন।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh