বার্তা পরিবেশক | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
গত জুলাই ১৮ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী পরিচালনা পর্ষদের সভাপতি ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বনজ গাছের চারা রোপন করে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের আত্মোৎসর্গের কথা স্মরণ করে সারাদেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে এই কর্মসূচীর শুভ সূচনা করা হয়। উক্ত কর্মসূচীতে একাডেমীর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ছৈয়দ করিম, সহাকরী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব ও মোঃ আবদুল মালেক কুতুবীসহ একাডেমীর সিনিয়র শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh