বার্তা পরিবেশক | রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
অদ্য বিকাল ৩.৩০ মিনিটে সমিতি পাড়ার সাগরের কুল ঘেসে স্বপ্নজাল পাঠশালার মাঠে স্বপ্নজাল স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বীরত্ব আলোচনা ও মরিয়মের জীবন বাচাঁতে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) কক্সবাজার। শাহেনা আক্তার পাখি কক্সবাজার পৌরসভা, মহিলা কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড) সভাপতিত্ব করেন মো:শাকির আলম স্বপ্নজাল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা ও পরিচালক উক্ত সংগঠনের কার্যকরী সদস্য শাওকি,মেহেছা,মিতু,মিরফাত আক্তার ,সয়কত,তুহিন,আবছার কামাল, ও আরো অনেকে এবং সমিতি পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের অভিবাবক উপস্থিত ছিলেন। কুরআন তেলোয়াদ, গজল ও জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভার শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাকির আলম। স্বপ্নজাল স্বেচ্ছাসেবী সংগঠন মরিয়মের মায়ের হাতে আর্থিক অনুদান প্রদান করা করেন। ইকবাল হোসাইন বলেন” সমাজের নতুন সমাজ জাগ্রত হলে সমাজের অলিতে গলিতে সুবিধা বঞ্চিত শব্দটি আর উচ্চারন হতো না। এর পাশাপাশি রাজনীতি ও বৃত্তশালীদের মনমানসিকতা পরিবর্তন করে দেশের জন্য এবং মানুষের কল্যানে এগিয়ে আসতে আহবান জানায়”। শাহেনা আক্তার পাখি বলেন ” মাদক, বাল্যবিবাহ,ইভটিজিং থেকে সমাজের তরুনদের অনেক ভুমিকা রয়েছে, তারা যেন এই সব থেকে বিরত থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তাদের সুন্দর ভাবে সমাজ গঠনের জন্য সুন্দর পরিবেশ দিতে হবে। উক্ত সংগঠনের পরিচালক সবিধা বঞ্চিত শিশুদের বিকশিত করার জন্য বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত করেন
Posted ১০:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh