দেশবিদেশ প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় অধিক মানুষকে টেস্টের আওতায় এনে আক্রান্তদের শনাক্ত করার প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু দেশের দরিদ্র মানুষের পক্ষে ফি দিয়ে করোনা টেস্ট করানো কষ্টকর হয়েছে।
তাই করোনার এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সাবেক মোয়াস শামলাপুর। করোনা উপসর্গ নিয়ে কষ্টে ভোগা মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে করোনা টেস্ট করছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন
মোয়াসের লজিস্টিক কো-অর্ডিনেটর ও সমাজ সেবক শহিদ উল্লাহ শহিদ।
তিনি বলেন, ‘এই দুঃসময়ে মানুষের আর্থিক অবস্থা খুবই নাজুক। লকডাউনে সবকিছু বন্ধ থাকায় মানুষ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে তাই বেশি টাকা দিয়ে করোনা পরীক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। সেই বিবেচনায় শামলাপুর আছারবনিয়াস্থ আইআরসি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্য করোনা টেস্ট করার ব্যবস্থা করেছি। যেকেউ চাইলে সেবাটি গ্রহণ করতে পারেন। সবার জন্য উন্মুক্ত আইআরসির এই সেবা।
Posted ১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh