দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮
বিশ্ব বাণিজ্য সংস্থা (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তারা যদি যুক্তরাষ্ট্রের বিষয়ে নিজেদের নীতি পরিবর্তন না করে তাহলে আমি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে নাম প্রত্যাহার করে নেব। ব্লুমবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার বৈষম্যমূলক আচরণের শিকার।এখন সংস্থার প্রায় সব আইনি সিদ্ধান্তের ক্ষেত্রেই দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত হই।
বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম নির্ধারণ করা ও সেসব নিয়মের বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সমাধান করার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা। খবর: বিবিসি
দেশবিদেশ /৩১ আগস্ট ২০১৮/নেছার
Posted ১০:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh