ছবি ও প্রতিবেদন : দীপক শর্মা দীপু | রবিবার, ৩০ জুন ২০১৯
কক্সবাজার পৌর শহরের বিভিন্ন নালা নর্দমা আর্বজনায় ভরে গেছে। এতে স্বাভাবিক পানি চলাচল ব্যহত হচ্ছে। যেভাবে আবর্জনা নালায় স্তুপ করা হচ্ছে, এতে অনেক নালার অস্থিত্ব দেখা যাচ্ছেনা। এভাবে নালা নর্দমা ভরে যাওয়ার কারনে বৃষ্টি হলেই ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। নালার পানি রাস্তায় চলে আসবে। আর এতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়বে পৌরবাসী।
শহরের ৮ নং ওয়ার্ডের ঘোনারপাড়ার মুখে ব্রীজ সংলগ্ন নালায় এভাবে ময়লা আবর্জনা ফেলা হয়। আর নিয়মিত নালাটি পরিস্কার না করায় ময়লার স্তুপে পরিণত হয়েছে। আর বৃষ্টি হলেই নালার পানি রাস্তায় চলে আসবে।
Posted ১:১১ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh