| সোমবার, ২৬ এপ্রিল ২০২১
বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা
কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে ২৭ টাকা কেজি দরে। আর মিলারদের কাছ থেকে ৪০ টাকায় সিদ্ধ চাল এবং ৩৯ টাকায় আতপ চাল কেনা হবে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন।
গতবছর বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান, ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
কিন্তু মহামারীর মধ্যে মিল মালিকরা সরকারকে চাল সরবরাহ না করায় লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। শেষ পর্যন্ত মজুদ ঠিক রাখতে সরকারকে চাল আমদানির সিদ্ধান্ত নিতে হয়।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, “ন্যায্য মূল্য দেওয়ার জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হয়। গতবার ২৬ টাকা কেজি দরে ধান কেনা হয়েছিল। এবার এক টাকা বাড়িয়ে ২৭ টাকা দরে ধান কেনা হবে।”
আগামী বুধবার থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনা শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাধান চন্দ্র মজুমদার।
খাদ্য মন্ত্রণালয়ের ২২ এপ্রিল পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী, দেশের সরকারি গুদামে মাত্র ৪ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে, যার মধ্যে চালের পরিমাণ ৩ দশমিক ০৫ লাখ টন।
মজুদের এই পরিমাণ গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। গতবছর জুলাই মাসে অর্থবছরের শুরুতেও সরকারের গুদামে ১১ দশমিক ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল।
Posted ১:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh