রামু প্রতিনিধি | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধন পাড়ার বাসিন্দা, দেশের বিশিষ্ঠ আইনজীবি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রমথ বড়ুয়ার সহধর্মিনী রত্নগর্ভা মা রত্না বড়ুয়া হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ৯টা ৪০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মৃত্যুকালে তিনি তার তিন ছেলে,এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তার ছোট ছেলে ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার জ্যোতিমর্য় বড়ুয়া জানান,বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে প্রথমে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ( আইসিইও) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।
শুক্রবার বেলা একটার দিকে রামু কেন্দ্রীয় সীমা মহা বিহার প্রাঙ্গনে অনিত্যসভা শেষে বিকাল তিনটার রামুর জাদীর পাড়া কেন্দ্রীয় শশ্মাণে তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য প্রয়াত রত্না বড়ুয়ার ও মাষ্টার প্রমথ বড়ুয়ার বড় ছেলে আমেরিকা প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার চিন্ময় বড়ুয়া,মেজ ছেলে লন্ডন প্রবাসী ডা. মৃন্ময় বড়ুয়া ও ছোট ছেলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও সবার ছোট মেয়ে সুপর্ণা বড়ুয়া বর্তমানে ঢাকায় থাকেন।
Posted ১১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh