লিটন কুতুবী, কুতুবদিয়া | শুক্রবার, ২৭ মে ২০২২
বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবদিয়া উপজেলা শাখার বড়ঘোপ ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান ইউপির চেয়ারম্যান পূনরায় আবুল কালাম সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর রহমান টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২৭ মে) সকালে কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে সম্মেলন
অনুষ্ঠিত হয়।
বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুর সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্ব আলোচনা সভা এবং বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন
আবুল কালাম (প্রতীক -ছাতা) নিয়ে ১৮৭ ভোট তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুস্তম আলী (আনারস) প্রতীক ৩৩ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান টিটু ।
সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুচ ছাফা বি কম,সিনিয়র সহ-সভাপতি মৌলভী মুহাম্মদ তাহের,সহ-সভাপতি যথাক্রমে, মাহাবুব আলম মাতবর, আরিফ মোশারফ,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের,যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী,নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লালা, প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আজম সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দীন ইকু,উপজেলা আ.লীগের ক্রিড়া সম্পাদক মোস্তাক আহমদ,উপজেলা আ’লীগের সদস্য মাষ্টার ইউনুস,আলী আকবার ডেইল ইউনিয়ন আ’লীগ সভাপতি কাইমুল ইসলাম সিকদার,কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী,যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন,কৃষক লীগের আহবায়ক কাইছার সিকদার, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইয়ুম হুদা সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি এস.এম সাজ্জাদ প্রমুখ।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মে ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh