দেশবিদেশ প্রতিবেদক | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
কক্সবাজার জেলার মঠ, মন্দির ও শ্মশানের যেসসব জায়গা বেদখল রয়েছে, তা দ্রুত দখলমুক্ত করা হবে বলে
জানিয়েছেন কক্সবাজারের প্রশাসক মো. মামুনুর রশীদ।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা পূজা কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, ‘ধর্ম পালনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের সর্বত্র শান্তি বিরাজ করে। ধর্ম পালনে নির্দিষ্ট পবিত্র স্থান থাকে। এগুলো টিকিয়ে রাখা সকলের দায়িত্ব। তাই কক্সবাজার জেলার মধ্যে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বেদখল রয়েছে তা দখলমুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
শুভেচ্ছা বিনিময়ের শুরুতেই জেলা পূজা উদযাপন পরিষদের নব-নির্বাচিত সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশের নেতৃত্বে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এসময় জেলার মঠ-মন্দির ও শ্মশানের ব্যাপারে যেকোন সহযোগিতার অাশ্বাস দেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি) বিভীষণ কান্তি দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, উদয় শংকর পাল মিঠু, রতন দাশ, দীপক শর্মা দীপু, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, সহ-সভাপতি দেবাশিষ দাশ দেবু, সহ-সভাপতি সুজন শর্মা জন, কর্মকর্তা প্রীতম ধর, শুভ দাশ প্রমুখ।
Posted ১:১০ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh