বার্তা পরিবেশক | বুধবার, ০৮ আগস্ট ২০১৮
কালারমারছড়া ইউনিয়ন অাওয়ামীলীগের প্রয়াত রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের দক্ষ সংগঠক,জোট সরকারের অামলের শারীরিক ও মানসিক নির্যাতিত নেতা জয়নাল অাবেদীনের শোকসভা ৭ ই অাগষ্ট ইউনুছখালী বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। কালারমারছড়া ইউনিয়ন অা.লীগের যুগ্ন সাধারন সম্পাদক বদিউল অালম রুবেলের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা অা.লীগের সিনিয়র সদস্য যথাক্রমে জনাব সেলিম চৌং,হাসান বশির। কালারমারছড়া ইউনিয়ন অা.লীগ নেতা রফিক, অাব্দুল হাকিম, মোহাম্মদ সৈয়দ,নুরুল ইসলাম,অাবুল কালাম,মাহাবুব অালম, অাহম্মদ হোসেন। কৃষকলীগের ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ হোসেন। শোকাহত বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সদস্য অাজিজুল হক রনি,ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান অারিফ,সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন সালমান, যুগ্ন সাধারন সম্পাদক মুহিব উল্লাহ, উসমান গনি-এমদাদ( সভাপতি -সেক্রেটারি ৩নং ওয়ার্ড যুবলীগ) , অামিন, কপিল উদ্দিন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি ছদরুল অামিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি হালিমুর রশিদ ও সাধারন সম্পাদক পারভেজ অাহমেদ বাবু। মরহুমের পরিবারের পক্ষে দোয়া ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মরহুমের সুযোগ্য সন্তান, ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মনসুর অাবেদীন।
বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা শাওয়াল,অামির হোসেন,ফাহিম,জিসান। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এস.এম হারুন,এম.সাইফুল ইসলাম,পারভেজ টুটুল, শয়ন,মান্নান,অারিফুল ইসলাম, অাবদুল্লাহ অাল মামুন,ইমন,ফাহিম,নয়ন,একরাম,হালিম সাকিব,মিজবাহ,রাকিব,সাজ্জাত,শফি অালম, জসিম,মুকারম,বিজয়, হিজবুল,বাপ্পী,মিজান শেফায়েত সহ অনেক নেতাকর্মী। উক্ত শোকসভা সঞ্চালনা করেন চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান। উক্ত শোকসভায় দোয়া পরিচালনা করেন হাফেজ জাফর অালম।
দেশবিদেশ /0৮ আগস্ট ২০১৮/নেছার
Posted ১:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ আগস্ট ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh