নিজস্ব প্রতিবেদক, মহেশখালী | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
মহেশখালীতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন
মহেশখালীতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি সদস্য, সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা উক্ত ওরিয়েন্টেশনে অংশ নেন। উপজেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থা একলাব এর আয়োজনে উক্ত কর্মসুচীতে প্রধান অথিতি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। মহেশখালী পৌরসভার সচিব নুর মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র পাল, পৌর কাউন্সিলর প্রণব কুমার দে, একলাবের মনিটরিং কর্মকর্তা মেহজাবিন, মহেশখালী তথ্য সেবা কেন্দ্রের ইনচার্জ তারেকুল হাসান রাসেল প্রমুখ।
একলাবের মনিটরিং কর্মকর্তা মেহজাবিন আলম প্রজেক্টের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভিন্ন সেবার দিক নির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন সচিব ও জনপ্রতিনিধিরা মতবিনিময় করেন।
Posted ১:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh