নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০ জুলাই ২০১৯
কক্সবাজারের মহেশখালীতে ছেলেধরা সন্দেহে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে স্থানীয় জনতা। ২০ জুলাই দুপুর ১টায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী বালুর ডেইল এলাকা থেকে তাকে আটক করে পুলিশে কাছে সোপর্দ করেছে বিক্ষুব্দ জনতা। তবে আটককৃত নারী স্থানীয়দের জানান ১৮ জুলাই মিয়ানমার থেকে পালিয়ে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রের বরাদ দিয়ে স্থানীয় সাংবাদিক আল জাবের জানান, ওই নারী চালিয়াতলী শ্মশানের পাশে স্থানীয় ৭ বছরের এক ছেলেকে পাকড়াও করার চেষ্টা করে। এক পর্যায়ে ছেলেটির গলায় নখ দিয়ে মারাত্মক আঘাত করলে ছেলেটি চিৎকার দেয়। চিৎকারে লোকজন এগিয়ে যায়। লোকজন এগিয়ে গেলে ওই নারী পালাতে চেষ্টা করলেও তাকে ধরে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে কালারমারছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ওই নারী নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছে। সে কারণে কুতুপালং ক্যাম্প থেকে বের হয়ে ঘুরতে ঘুরতে সেখানে চলে এসেছে। সে কোন ভাবে ছেলে ধরার সাথে জড়িত নন। এলাকাটি নতুন হওয়াতে তার বিরুদ্ধে ছেলে ধরার অভিযোগ আনা হয়েছে। ছেলেটির বাড়ী চালিয়াতলী ফুলের ঝিরি নামক এলাকার রহমত উল্লাহ ছেলে বলে জানা গেলেও ছেলেটির নাম কেউ বলতে পারেনি।
এ ব্যাপারে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই নারীকে ফাঁড়িতে নিয়ে এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেছার/দেশবিদেশ
Posted ৮:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২০ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh