নিজস্ব প্রতিবেদক,মহেশখালী | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
মহেশখালীতে কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারীসহ ১০ জনকে সন্ধ্যায় গোরকঘাটা লামারবাজার থেকে তাদের পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে তারা পরিকল্পিত নাশকতার পরিকল্পনা করছিল।আটক হওয়া সকলেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং তারা বিএনপির সাবেক মন্ত্রী ভারতের শিলং এ আটক থাকা সালাহ উদ্দিনের অনুসারী।
এদিকে নাম প্রকাশ না করা শর্তে বিএনপির এক নেতা জানান, কোন কারণ ছাড়াই পুলিশ তাদের গ্রেফতার করেছে।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতা আতাউল্লাহ বোখারিসহ ১০ সহযোগীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযান চলাকালে পুলিশের কাজে বাঁধা দেওয়ার ঘটনাও ঘটিয়েছে বিএনপির নেতা কর্মীরা।
আটক আতাউল্লাহ বোখারী কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুবকর ছিদ্দিকের ছোটভাই।
Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh