বার্তা পরিবেশক | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, এ শ্লোগানে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে গ্রামবাসীকে নিয়ে সুইচ টিপে ২ শ পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন,পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী ইমদাদুল হক ও কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ লাইন নির্মান করে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য শরিফুল আলম, ইউপি সদস্য মোজাম্মেল হক, আব্দুল হান্নান, গাজী সেলিম চৌধুরী, সাবেক ইউপি সদস্য আহমদ উল্লাহ, জাকের উল্লাহ জাকু, রিদওয়ানুল হক, মাস্টার আবুল কাশেম প্রমুখ।
প্রথমবারের মতো বিদ্যুৎ পেয়ে খুবই খুশি নয়াপাড়া গ্রামের বাসিন্দারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ তার ইউনিয়নের একটি অন্ধকার গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
Posted ১২:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh